নড়াইল প্রতিনিধি: নড়াইলে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতের নাম মৃত্যুঞ্জয় (২৫)। সে নড়াইল সদর উপজেলাধীন হোগলাডাঙ্গা গ্রামের সুকচাঁদ এর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ মার্চ) নড়াইল সদর থানার এএসআই মতিন, মাহমুদ ও আমীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী মৃত্যুঞ্জয়কে তার নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, আটক মৃত্যুঞ্জয় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
Be the first to comment on "নড়াইলে গাঁজা ব্যবসায়ী আটক"