নিউজ ডেস্ক ॥ নড়াইলে তীর্থ যাত্রী ও এক মুরগী ব্যবসায়ীকে গাঁজা সহ আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। মঙ্গলবার (২১মার্চ) বিকালে নড়াইল রূপগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন টোলঘর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। নড়াইল-যশোর সড়কের যাত্রীদের তল্লাশির সময় তীর্থ যাত্রী মন্টু বাগচীকে একটি কোলকে ও ১০ গ্রাম গাঁজা সহ আটক করেছে। সে চুয়াডাঙ্গা জেলার বুদো বাগচীর ছেলে। অপর দিকে ৫০ গ্রাম গাঁজা সহ এক মুরগী ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশের অপর একটি দল। মুরগী বিক্রি করে বাড়ি ফেরার পথে মাঝ পথে পুলিশ দেখে ছোটাছুটি করতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পুলিশ সুত্রে জানা যায়, সাদা পোষাকে অফিসার ইনচার্জ (ডিবি)আশিকুর রহমান ও এস.আই নয়ন পাটোয়ারীর নেতৃত্বে নড়াইল সদর উপজেলার আউড়িয়ার টোলঘর নামক থেকে আটক করে। আটকৃত ব্যক্তির নাম তারেক রহমান (২০), পিতা- খায়রুল আলম, গ্রাম- ছয়ঘরিয়া, উপজেলা- শালিখা, জেলা মাগুরা। সুত্রে আরো জানা যায়, তারেক দীর্ঘদিন যাবৎ মুরগী ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। ডিবি ওসি আশিকুর রহমান জানান, তারেক দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Be the first to comment on "নড়াইলে গাঁজাসহ তীর্থ যাত্রী আটক"