নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে ৭০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা স¤্রাট শরিফুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা কে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ । বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিশেষ অভিযানে ভাদুলিডাঙ্গা নিজ বাড়ী থেকে আটক করা হয়। শরিফুল নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। অভিযান পরিচালনা করেন ডিবির ওসি আশিকুর রহমান এএসআই হাসান, কনস্টবল শরিফ, শিমুল, বায়জিদ, মুরাদ, সাজ্জাদ, ইমরান ও জামান। ভাদুলিডাঙ্গায় অভিযান চালানোর সময় শরিফুলের বাড়িতে প্রবেশ করলে তার স্ত্রী ইয়াবাসহ স্বামী শরিফুল ইসলামকে দেখিয়ে দেয়। এসময় পুলিশ বাড়ীতে তল্লাশি করে ৭০০পিচ ইয়াবা উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন ধরে জাল টাকা ও ইয়াবার ব্যবসা করে আসছিল। তারা আরো জানায় তার স্ত্রী তাসলিমা বেগমও এ ব্যবসার সাথে সংযুক্ত। পুলিশ তার স্ত্রী তাসলিমা বেগমকেও হেফাজতে নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এরা দীর্ঘদিন ধরে জাল টাকাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। নড়াইল সদর থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার বলেন,নড়াইল জেলাকে প্রথম মাদক মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Be the first to comment on "নড়াইলে ৭০০পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক"