নিউজ ডেস্ক : পিএসজির বিপক্ষে জয়ের পরের ম্যাচে হারলেও বেশ ফুরফুরে মেজাজেই আছে মেসি। পিএসজির বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পরের ম্যাচেই লিগে দুর্বল দল দেপোর্তিভো লা করুনার সঙ্গে হার মেসির বার্সার। তবে পরের ম্যাচে মাঠে নামার আগে পরিবার নিয়ে সময় কাটাতে ছুটি নিয়ে প্যারিসের ডিজনিল্যান্ডে উড়ে যান লিওনেল মেসি।
তবে ভক্ত-অনুরাগীদের কাছ থেকে দূরে থাকতে ছদ্মবেশ ধারণ করেছিলেন এলএম টেন। মাথায় হুড্ডি, চোখে চশমা আর মুখে গোঁফ আর দাঁড়ি। কিন্তু তাতে কি আর ভক্তদের কাছ থেকে দূরে থাকার যায়? বর্তমান সময়ের সেরা এই তারকাকে সামনে পেয়ে ছবি তুলতে ভুল করেননি অনেকে। কেউ কেউ আবার ছুঁয়েও দেখে নিয়েছেন মেসিকে।
Be the first to comment on "পরিবারের সঙ্গে প্যারিসে ছুটি কাটাচ্ছেন মেসি"