শিরোনাম

পরিসংখ্যান বদলানোর মিশন বাংলাদেশের

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটি ড্র’য়ে শেষ শেষ করার পর এখন ওয়ানেডে সিরিজের ভালো কিছু করার অপেক্ষা বাংলাদেশের। সেই লক্ষ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩টায় ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন ও টেন থ্রি চ্যানেলে।
ডাম্বুলাতে বাংলাদেশর সুখকর কোন স্মৃতি নেই। এই মাঠে বাংলাদেশ এখনও পর্যন্ত খেলেছে তিনটি ম্যাচ। যার সবগুলোতেই বড় ব্যবধানে হারের তিক্ততা রয়েছে তাদের। এছাড়া এই মাঠে সর্বোচ্চ রান সংগ্রহকারী দল পাকিস্তান (৩৮৫)। তাও আবার বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে এশিয়া কাপে! একই টুর্নামেন্টেই শ্রীলঙ্কা করেছিল ৩১২, যা রঙ্গিরির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তবে দুর্ভাগ্য হচ্ছে, এটাও বাংলাদেশের বিপক্ষেই।
এছাড়া দুই দল মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ৩৮টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে টাইগাররা। একটি খেলা হয়েছে পরিত্যক্ত। বাকি ৩৩ ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা।
সিরিজ শুরুর আগে পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে, এগিয়ে রয়েছে স্বাগতিকরাই। যদিও আগের সব পরিসংখ্যান ভুলে যেতে চাইছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সিরিজে তাদের একটাই লক্ষ্য থাকবে অতীতের মত বাজে ক্রিকেট না খেলে নিজেদের সেরাটা উপহার দেওয়া।
ওয়ানডে সিরিজ শুরুর আগে শততম টেস্ট জিতে ফুরফরে মেজাজে রয়েছে বাংলাদেশ। ফলে নতুন ইতিহাস গড়তেই উন্মুখ হয়ে আছে টাইগাররা। এছাড়া ওয়ানডে ক্রিকেটে গত কিছুদিনের পারফরম্যান্সের কারণে বাংলাদেশ শিবিরের আত্মবিশ্বাসের পারদ এখন অনেকটাই ঊর্ধ্বগামী। ফলে পরিসংখ্যানের হিসাব পাল্টানোর মিশনে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সও বাংলাদেশের ক্রিকেটারদের মনে আশা জাগাচ্ছে। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই বাজেভাবে হেরেছে লঙ্কানরা।
যদিও লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা বাংলাদেশের বিপক্ষেই নিজেদের ভাগ্য বদলানোর কথা বলেছেন। তার মতে, ‘বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি হেরে আমরা হতাশ। কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাটের খেলা। এটা নতুন সিরিজ। দক্ষিণ আফ্রিকা সিরিজের ভুল শুধরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শক্তভাবে ফেরার এটাই সেরা সুযোগ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পরিসংখ্যান বদলানোর মিশন বাংলাদেশের"

Leave a comment

Your email address will not be published.


*