শিরোনাম

পর্তুগালের বর্ষসেরা ফুটবলার রোনালদো

নিউজ ডেস্ক : পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘প্লেয়ার অব দ্যা ইয়ার ২০১৬’ জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এই পুরস্কার পেতে তিনি পেছনে ফেলেন সতীর্থ পেপে ও স্পোর্টি সিপি’র গোলরক্ষক রুই প্যাট্রিসিওকে।

সোমবার কুইনাস ডি আওরো গালাতে অ্যাওয়ার্ডটি জেতেন তিনি। গত বছর রোনালদোর হাত ধরে দুটি সাফল্য আসে। প্রথমে নগর-প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়ালের হয়ে ১১তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন। পরবর্তীতে তারই নেতৃত্বে প্রথমবারের মতো ইউরো ২০১৬ জেতে পর্তুগিজরা।

এমন সম্মাননা পেয়ে রোনালদো বলেন, এটা আমার জন্য বিশেষ একটা বছর ছিল। কারণ ইউরো শিরোপাটা আমি তখন খুব মিস করছিলাম। আমি পর্তুগালের জনগণকে আবারও ধন্যবাদ জানাই, কারণ এই শিরোপাটি জিততে তারাই আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পর্তুগালের বর্ষসেরা ফুটবলার রোনালদো"

Leave a comment

Your email address will not be published.


*