শিরোনাম

পল্টনে রাস্তা অবরোধ হরতাল সমর্থকদের

নিউজ ডেস্ক : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বাম দলগুলোর ডাকা আধাবেলা হরতাল চলছে। সকাল ৬টা থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। এদিকে হরতাল সমর্থকরা যানবাহন চলাচল বন্ধ করতে পল্টন মোড়ে অবস্থান করে রাস্তা অবরোধ করেন। ফলে এ এলাকায় যানজটের সৃষ্টি হয়। সেখানে তারা ১৫ থেকে ২০ মিনিট অবস্থান করেন। আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় দেখা যায়, হরতাল সমর্থকরা পল্টন মোড়ে শুয়ে পড়ে রাস্তা অবরোধ করেন।

যানবাহন যেন চলাচল করতে না পারে সে জন্য রাস্তার মাঝখানে পাথর-ইট বিছিয়ে দেন। রাস্তার মাঝখানে আগুন জ্বালাতেও দেখা যায়। এ সময় হরতাল সমর্থকদের হাতে লাল পতাকা ও হরতালের সমর্থনে বিভিন্ন লেখা সংবলিত পোস্টার দেখা যায়। মুখে গাসের মূল্য বৃদ্ধি চলবে না, চলবে না; অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করা চলবে না, এসো ভাই, এসো বোন হরতাল হরতাল স্লোগান দিতে শোনা যায়।

এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরানা পল্টন, বিজয়নগর ও দৈনিক বাংলা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বেশ সর্তক থাকতে দেখা গেছে। পল্টন এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, হরতালে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পল্টনে রাস্তা অবরোধ হরতাল সমর্থকদের"

Leave a comment

Your email address will not be published.


*