নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) একে এম শহিদুল হক বলেছেন, সন্ত্রাস দমনে সামর্থ বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশকে দক্ষিণ কোরীয় সাহায্য সংস্থা কোইকা সহযোগিতা করবে। তিনি আরো বলেন, কোইকা ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের জন্য সাহায্য করার পাশাপাশি সামথ্য বৃদ্ধিতে সাহায্য করবে।
আজ বুধবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে কোরীয় একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশে অবস্থিত কোরীয় দূত এএইচএন সেং ডু। তার সাথে ছিলেন কোইকা দেশীয় প্রতিনিধি জো হাউওংইউসহ পুলিশ কর্মকর্তাগণ।
আইজিপি বলেন, দক্ষিণ কোরীয় দূত বাংলাদেশ পুলিশের সামর্থ বাড়াতে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সেই সাথে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুলিশ প্রধানদের সম্মেলন করায় প্রশংসা করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ সাইবার অপরাধ দমনে কাজ করছে। এ সেক্টরে কোইকা পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান করে।
Be the first to comment on "পুলিশের সামর্থ বৃদ্ধিতে সহযোগিতা করবে কোইকা : আইজিপি"