শিরোনাম

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক : ফরিদপুরে স্ত্রী স্বপ্না মালোকে হত্যার দায়ে স্বামী কাঞ্চন মালোকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। এ সময় মামলার একমাত্র আসামি কাঞ্চন (৩৪) আদালতে উপস্থিত ছিলেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) স্বপন কুমার পাল জানান, ২০০৯ সালের ১৪ জুন ভোররাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা কাঞ্চন হালদার ও তার পরিবারের সদস্যরা স্ত্রী স্বপ্না মালোকে (২৪) কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় স্বপ্না মালোকে (২৪) মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকার জীবন মালো বাদী হয়ে ওই দিন রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত কাঞ্চন হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন"

Leave a comment

Your email address will not be published.


*