নিউজ ডেস্ক : গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় ফেনীর ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোহাম্মদ ফুল মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোখসানা বেগম (৪০) ও রোজিনা আক্তার (২৫) নামে আরও দুজন আহত হন।
নিহত মোহাম্মদ ফুল মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা। আহত রোখসানা বেগম ফুল মিয়ার স্ত্রী এবং রোজিনা আক্তার তার পুত্রবধূ।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এ এস আই আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, মহাসড়কের ফতেহপুরে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফুলমিয়াকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অপর দুইজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Be the first to comment on "ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১"