নিউজ ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের!
না! ঘাবড়ে যাবে না। কারণ এটি ভুয়া খবর। গত ১৮ মার্চ একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায় খবরটি। যেখানে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন। ’ প্রায় তিন লাখ শেয়ার হওয়ার পর জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুল। কিন্তু তার মধ্যেই অনুরাগীরা শোক প্রকাশ করে ফেলেন।
রোয়ানের বয়স ৬২। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর উত্তরে রোয়ান নিজে স্মাইলি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এর আগে ২০১৬-তেও রোয়ানের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিল। তখনও এভাবে হেসেই রিঅ্যাক্ট করেছিলেন রোয়ান। তার আগে ২০১২ সালে একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা। সে সময়ও তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ায়। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের।
সূত্র: আনন্দবাজার
Be the first to comment on "ফের ‘মিস্টার বিন’-এর মৃত্যুর গুজব, উত্তাল সোশ্যাল মিডিয়া"