শিরোনাম

বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর ওপর বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে খোকা থেকে বঙ্গবন্ধু শিরোনামে এই বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।

পরে শেখ হাসিনা বইমেলার বিভিন্ন স্টল এবং আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পাওয়া বঙ্গবন্ধুর বিভিন্ন দুলর্ভ ছবি ঘুরে দেখেন। এর আগে প্রধানমন্ত্রী ৯৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে আজ সকালে রাজধানীর ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে যান। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ সারাদেশে জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*