নিউজ ডেস্ক : সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদানে গতকাল বন্দুকধারীদের হামলায় ২৮জন নিহত হয়েছে। এছাড়া আরো ৪৩ শিশুকে অপহরণ করে প্রতিবেশী দেশ ইথিওপিয়ায় নিয়ে গেছে বন্দুকধারীরা। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আঞ্চলিক সরকারের মুখপাত্র চোল চেনি জানিয়েছেন, রবিবার ও সোমবার গাম্বিলা শহরের গোগ ও জর এলাকায় হামলা চালায় বন্দুকধারীরা।
তিনি আরও বলেন, মুরলে উপজাতি গোষ্ঠীর ডাকাতরা এ হামলা চালিয়েছিল। তারা ৪৩টি শিশুকে নিয়ে পালিয়ে গেছে। সেনাবাহিনী তাদেরকে ধাওয়া করেছে। অপহরণকারীরা এখনো দক্ষিণ সুদানের সীমান্ত পার হতে পারেনি বলে জানা গেছে।
২০১৩ সালে প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের বিরোধের সূত্রপাত হয়। এর জেরে প্রায় চার বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এই গৃহযুদ্ধের কারণে দেশটির প্রায় ৩০ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
Be the first to comment on "বন্দুকধারীদের হামলায় দক্ষিণ সুদানে মৃত ২৮"