নিউজ ডেস্ক : আগেই শোনা গিয়েছিল যে, শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করবে লঙ্কান ক্রিকেট বোর্ড। সিরিজে শ্রীলঙ্কা ছাড়াও খেলবে ভারত ও বাংলাদেশ। এবার সেই পরিকল্পনা আরও একটু এগিয়ে গেল। বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্ট চলাকালীন সময়ই লঙ্কান বোর্ড প্রধান বিষয়টি নিশ্চিত করেন। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে সিরিজটি। বুধবার পি সারা ওভালে বিষয়টি নিশ্চিত করেন থিলাঙ্গা সুমাথিপালা।
স্বাধীনতা দিবস উপলক্ষে সিরিজ হওয়ায় এর নামকরণ করা হয়েছে ‘নিদাস ট্রফি’। লঙ্কান ভাষায় ‘নিদাস’ শব্দের অর্থ ‘স্বাধীনতা। প্রাথমিক সূচি অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হবে ১৫ থেকে ৩১ মার্চ। এ সিরিজ উপভোগ করার জন্য বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে শ্রীলঙ্কা।
কলম্বো টেস্ট চলাকালে থিলাঙ্গা সুমাথিপালা সাংবাদিকদের বলেন, “আগামী বছর আমরা আমাদের ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চাই। আমরা খুব আনন্দিত যে বিসিসিআই এবং বিসিবি ত্রিদেশীয় সিরিজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ”
সিরিজে অংশগ্রহণকারী প্রতিটি দল প্রথম রাউন্ডে একে অপরের সঙ্গে ২টি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল প্রথম ধাপে খেলবে ৪টি করে ম্যাচ। মোট ম্যাচ ৬টি। শীর্ষ ২ দল যাবে ফাইনালে।
Be the first to comment on "বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দিনক্ষণ"