শিরোনাম

বার্সার বাংলায় স্ট্যাটাস

নিউজ ডেস্ক : কাতালান ক্লাব বার্সেলোনার ভক্ত সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলাদেশেও এই ভক্ত-সমর্থকের সংখ্যা নেহাত কম নয়। এবার বাংলাদেশি ভক্ত-সমর্থকদের বিস্ময় উপহার দিল এই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ক্লাবের ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেজে বাংলায় স্ট্যাটাস দিয়েছে বার্সা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্সার ফ্যান পেজে অসংখ্য বাংলাদেশি ভক্তের উপস্থিতি রয়েছে। আর তাদের উদ্দেশ্য করেই কাতালান ক্লাবটি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একটি ছবির উপরে বাংলায় একটি স্ট্যাটাসে লিখেছে, ‘আজ কেমন বোধ করছ?’
শুধু তাই নয় ছবিটির ঠিক উপরে রয়েছে বাংলাদেশের পতাকাও। বাংলাদেশি ভক্তরা স্প্যানিশ ক্লাবটির এমন পদক্ষেপে আবেগে আপ্লুত হয়েছে। বার্সা কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। যা ওই স্ট্যাটাসের নিচে কমেন্ট বক্সে গেলেই চোখে পড়বে।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের আসরে ইতিহাস গড়ে ফরাসি জায়ান্ট পিএসজিকে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছে বার্সা। ওই ম্যাচেই দর্শকদের সঙ্গে আনন্দ উদযাপন করতে গ্যালারিতে ছুটে যান। সেই ছবিটি দিয়েই বার্সা স্ট্যাটাসটি দিয়েছে।
অবশ্য বার্সা এই স্ট্যাটাসটি শুধুমাত্র বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য কাস্টোমাইজ করা। ফলে শুধু বাংলাদেশিরাই এটা দেখতে পাচ্ছেন। ফলে অন্য কোন দেশের ফেসবুক ব্যবহারকারীরা এটা দেখতে পাচ্ছেন না।
বার্সার আগেও ইংলিশ ক্লাব লিভারপুল, আইপিএলের ক্লাব মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ, সাসেক্সও বাংলায় ভক্তদের উদ্দেশ্যে পেস্ট দিয়েছিল। এর মধ্যে সাকিব-তামিমদের পিএসএল ক্লাব পেশোয়ার জালমিও রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বার্সার বাংলায় স্ট্যাটাস"

Leave a comment

Your email address will not be published.


*