নিউজ ডেস্ক : ‘বাহুবলী টু’ ছবির শুটিং শেষ করে বিয়ে করবেন, এমনটাই বলেছিলেন প্রভাষ। ছেলের ঘোষণা শুনে পাত্রী খোঁজা শুরু করে পরিবার। বললেই তো আর হয় না, বিয়ে কিন্তু আজ–কালের মধ্যেই হচ্ছে না। তবে এ বছরের শেষ দিকে হবে, এ ব্যাপারে শতভাগ নিশ্চিত। কারণ এ কথা যে তেলেগু ছবির জনপ্রিয় নায়ক প্রভাষ নিজে সংবাদ মাধ্যমকে বলেছেন। এদিকে শোনা যাচ্ছে, প্রভাষের বাবা–মা নাকি এরই মধ্যে পাত্রী চূড়ান্ত করেছেন।
২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ ছবিটি। ‘বাহুবলী’র মতো এ ছবির ব্যাপারেও সবার দারুণ আগ্রহ। ১৫ মার্চ রাতে ইউটিউবে ছবিটির হিন্দি ট্রেলার অবমুক্ত করা হয়। মাত্র এই ক’দিনে ট্রেলারটি ২ কোটি ৮৭ লাখ বার দেখা হয়েছে!
Be the first to comment on "‘বাহুবলী টু’ ছবির শুটিং শেষে বিয়ে করবেন প্রভাষ"