নিউজ ডেস্ক : ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে স্পেন। ইসরায়েলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাছাইপর্বে প্রথম চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৫ বার বল পাঠানো স্পেন শুক্রবার গিহনে দুই অর্ধে দুটি করে গোল করে।
ত্রয়োদশ মিনিটে দাভিদ সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান ভিতোলো। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দিয়েগো কস্তা।
৭৬তম মিনিটে ব্যবধান কমান লিওর রাফায়েলভ। তবে তাতে ম্যাচের চিত্র এতটুকু পাল্টায়নি। ৮৮তম মিনিটে স্পেনের চতুর্থ গোলটি করেন ইসকো।
অপর ম্যাচে ইতালি ২-০ ব্যবধানে আলবেনিয়াকে হারিয়েছে।
স্পেন ও ইতালি জয়ধারা ধরে রাখায় ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের প্রথম দুই স্থানে কোনো পরিবর্তন আসেনি। দুই দলের পয়েন্টই সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে স্প্যানিশরা।
প্রথম জয় পেয়েছে মেসিডোনিয়া। লিখটেনস্টাইনকে ৩-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।
Be the first to comment on "বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের জয়"