নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে নুরুজ্জামান (২৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। নুরুজ্জামান উপজেলার বুড়িমারী ইউনিয়নের পানিশালা গ্রামের হিটলার উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িমারী সীমান্তে ৮৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার এলাকা থেকে নুরুজ্জামানকে ধরে নিয়ে যায় ভারতীয় ৬১ চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা। ওই সময় ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি এক দল গরু পারাপারকারী রাখাল গরু নিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
Be the first to comment on "বুড়িমারী সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ"