শিরোনাম

বেশি দামে বিক্রির অভিযোগে চিনির গুদাম সিলগালা

নিউজ ডেস্ক : চিনির দাম নিয়ে কারসাজির অভিযোগে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে মীর গ্রুপের অফিস ও গুদাম সিলগালা করেছে জেলা প্রশাসকের বাজার মনিটরিং টিম। বেশি দামে চিনি বিক্রির অপরাধে ওই গ্রুপের ৩ কর্মীকে আটক করা হয়েছে।

আজ বুধবার দুপুরের মীর গ্রুপের ছোলা ও চিনির ডিলার এবং আড়তে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসকের বাজার মনিটরিং টিম। এই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, আবদুস সামাদ ও হাসান বিন আলী। ক্যাব সদস্য জান্নাতুল ফেরদৌসসহ বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্য এবং বিপুল সংখ্যাক র‍্যাব সদস্য এই অভিযানে অংশ নেন।

এছাড়া একতা স্টোর, আদর্শ ভাণ্ডার, মুক্তা স্টোর ও লক্ষ্মী ভাণ্ডারের কেনাবেচার রশিদ পরীক্ষা করা হয়। এসময় বেশি দামে চিনি বিক্রি করায় মাসুদ ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করে বাজার মনিটরিং টিম।

ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী জানান, আবদুস সালামের মালিকানাধীন মীর গ্রুপের কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ৪৬ টাকা ৮০ পয়সায় চিনি কিনে পাইকারি বাজারে ৫৮ টাকা ৫০ পয়সায় বিক্রি করা হচ্ছে। বেশি দামে চিনি বিক্রি করায় খাতুনগঞ্জের মীর গ্রুপের অফিস ও গুদাম সিলগালা করা হয়েছে।

এর পাশাপাশি এই গ্রুপের ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। আটক ব্যক্তিরা হলো- মো. জানে আলম, মফিজুল হক ও সজল সেনগুপ্ত। গ্রুপ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সারাদিন খাতুনগঞ্জে এবং মাস ব্যাপী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এই অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী।

basic-bank

Be the first to comment on "বেশি দামে বিক্রির অভিযোগে চিনির গুদাম সিলগালা"

Leave a comment

Your email address will not be published.


*