শিরোনাম

ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক : বাংলাদেশের নিজেদের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচটি শুরু হয়েছে বুধবার (১৫ মার্চ) থেকে। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৩৩৮ রান সংগ্রহ করেছে। দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতেই লড়াই করার এ পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নেমেছে উইকেটে রয়েছেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তামিম ইকবাল।
এর আগে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি কলম্বোর পি সারা ওভালে ময়দানী লড়াইয়ে নামে বাংলাদেশ। বুধবার (১৫ মার্চ) টসে জিতে ব্যাট করতে নেমে দিনশেষে স্বাগতিক শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে। শেষ সেশনের শেষদিকে আলোক স্বল্পতায় কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ করার পর প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।
হাতে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বেশ চমকই দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। লেজের দাপটে ২৩৮ থেকে সংগ্রহ ৩৩৮-এ নিয়ে গিয়েছে স্বাগতিকরা। তবে এতে দিনেশ চান্দিমালের ১৩৮ রানের ইনিংসটি বড় অবদান রেখেছে।
এছাড়া দলের হয়ে ৩৫ রান করেন সুরাঙ্গা লাকমাল। আর ধনঞ্জয়া ডি সিলভা এবং নিরোশান দিকবালা উভয়েই ৩৪ করে রান করেন।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও শুভাশীষ রায়। আর ১টি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*