শিরোনাম

ভারতের আগ্রায় জোড়া বিস্ফোরণ

নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আগ্রায় কাছাকাছি সময়ে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাজমহলে আইএস এর হামলার হুমকির মুখে আগ্রায় নিরাপত্তা জোরদারের মধ্যে শনিবার এই বিস্ফোরণগুলো ঘটে।
সকালের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে একটি ময়লার ডিপোতে প্রথম বিস্ফোরণ ঘটে; এসময় পরিচ্ছন্নকর্মীরা সেখানে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কয়েক মিনিট পর স্টেশনের কাছে এক লোকালয়ে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
দুটি ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন।
বিস্ফোরণস্থলের কাছেই হুমকি দেওয়া একটি চিঠি পাওয়ার কথা শোনা গেলেও সেখানে কী লেখা আছে, তা জানা যায়নি।
উত্তরপ্রদেশের পুলিশপ্রধান মহেশ কুমার মিশ্র জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
শুক্রবার রাতে আন্দামান এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত করার চেষ্টার ধারাবাহিকতায় এ দুই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।
“দুটি বিস্ফোরণই ধোঁয়া দেখা যাওয়ার পর ঘটে। ফরেনসিক বিশেষজ্ঞ ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন,” বলেন মিশ্র।
গত সপ্তাহে আইএসঘনিষ্ঠ একটি মিডিয়া গ্রুপে প্রকাশিত এক ছবিতে তাজমহলকে নতুন হামলার ‘নিশানা’ করার পর শহর ঘিরে নিরাপত্তা বাহিনীর বাড়তি সতর্কতার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
মধ্যপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে ভারতে আইএস জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেড়েছে বলে দাবি করে আসছে ভারতীয় গোয়েন্দাসংস্থাগুলো।
তারা বলছে, ইরাক ও সিরিয়ায় ভয়াবহ প্রতিরোধের মুখে দক্ষিণ এশিয়ায় ধারাবাহিক হামলার মাধ্যমে বিশ্বমঞ্চে নতুন করে আবির্ভূত হওয়ার চিন্তা করছে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ভারতের আগ্রায় জোড়া বিস্ফোরণ"

Leave a comment

Your email address will not be published.


*