শিরোনাম

ভিন্নপথে সরকার উৎখাতের ষড়যন্ত্রে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যা এবং গুপ্তহত্যা চালিয়ে সরকার পতনে ব্যর্থ হয়েছ বিএনপি। এখন তারা (বিএনপি) ভিন্নপথে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগ ওই সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, মুসলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ইহুদী রাষ্ট্র ইসরাঈলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি। তারা যেন তেন ভাবে ক্ষমতা ফিরে পেতে দেশি বিদেশি চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে। মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে টলানো যাবেনা ভেবেই তাকে চত্রান্তের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, দেশে একাত্তর,পঁচাত্তর ও ২০০৪ সালের ২১ আগস্টের অপশক্তি এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা ও সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

basic-bank

Be the first to comment on "ভিন্নপথে সরকার উৎখাতের ষড়যন্ত্রে বিএনপি"

Leave a comment

Your email address will not be published.


*