নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলের ভেতরে দুই জঙ্গির লাশ এখনও রয়েছে। তাদের গায়ে সুইসাইড ভেস্ট থাকায় সরানো হয়নি। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
সিলেটের দক্ষিণ সুরমায় তিন দিন ধরে চলা ‘অপারেশন টোয়াইলাইট’ এর সমাপ্তি টেনে দুই জঙ্গির লাশ ও পাঁচ তলা আতিয়া মহল পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিকাল সোয়া ৫টায় তারা ওই ভবনের দায়িত্ব বুঝে পেয়েছেন। দুই জঙ্গির লাশ এখনও ভেতরে রয়েছে। তাদের গায়ে সুইসাইড ভেস্ট থাকায় সরানো হয়নি। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
তবে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের জালালাবাদ সেনানিবাসে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।
Be the first to comment on "ভেতরে এখনও দুই লাশ"