নিউজ ডেস্ক : ভোলা সদরের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ছাড়াও এ সময় আটক ৭ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আবু, সবুজ, ইউসুফ, সালাউদ্দিন, জামাল, আরিফ ও ইউসুফ। তাদের বাড়ি সদর উপজেলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সমন্বয়ে একটি টিম তুলাতলীতে অভিযান চালায়। এ সময় দৌলতখান-ঢাকা রুটের যাত্রীবাহী এমভি ফারহান লঞ্চে তল্লাশি চালিয়ে ২০ মণ জাটকাসহ ৭ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মাছ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও অপর এক অভিযানে ইলিশ ধরার দায়ে আটক তিন জেলের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
Be the first to comment on "ভোলায় ২০ মণ জাটকা জব্দ, ৭ জেলের কারাদণ্ড"