নিউজ ডেস্ক : জাতীয় ওয়ানডে দলে দুজনেই সবসময় উপেক্ষিত হয়ে আসছেন। তবে ইমার্জিং কাপের উদ্বোধনী ম্যাচেই দেখালেন বোলিং জাদু। অধিনায়ক মমিনুল হক আর নাসির হোসেনের বোলিং তোপে ১২৫ রানেই অলআউট হয়ে গেছে হংকং। নাসির এবং মমিনুল দুজনেই ৩টি করে উইকেট নেন।
হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন বিধ্বংসী ব্যাটসম্যান বাবর হায়াত। ২৭তম ওভারে দলের ৯৮ রানে মমিনুলকে সুইপ করতে গিয়ে তিনি এলবিডাব্লিউ হয়ে যান। এরপরই মড়ক লাগে হংকংয়ের ইনিংসে। ২৭ রানের মধ্যে তাদের বাকি ৫ উইকেট পড়ে যায়। ছোট লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ভালো শুরু করেছে। এ পর্যন্ত বিনা উইকেটে বাংলাদেশের রান ৪ ওভারে ৩০।
Be the first to comment on "মমিনুল-নাসিরের তোপে হংকংয়ের টেনেটুনে ১২৫"