শিরোনাম

মাছ ভেবে ..ছোট ভাইকে !

মাছ ভেবে ..ছোট ভাইকে !

নিউজ ডেস্ক॥ শ্রীনগরে মাছ ভেবে অষ্টম শ্রেণীর ছাত্রের নিক্ষেপ করা টেঁটায় বিদ্ধ হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দেউলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট ভাইয়ের স্মৃতিচারণ করে বার বার মূর্ছা যাচ্ছে বড় ভাই।

স্থানীয়রা জানায়, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র আরিয়ান (১৩) মাছ শিকারের জন্য দুপুরে টেঁটা নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থান করছিল। এমন সময় তার ছোট ভাই দেউলভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আরাফাত (৮) দুষ্টমী করে পুকুরের অপর প্রান্ত থেকে ডুব দিয়ে এসে কচুরিপানা নাড়া দেয়।

এ সময় বড় ভাই আরিয়ান মাছ ভেবে উচ্ছসিত হয়ে টেঁটা ছুড়ে মারলে তার ছোট ভাই আরাফাতের বুকের বামপাশে বিদ্ধ হয়। মূহুর্তের মধ্যে আরাফাত টেঁটাসহ ভেসে উঠলে আরিয়ানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।

সন্ধ্যায় মিটফোর্ড হাসপালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়। আরিয়ান ও আরাফাত উপজেলার দেউলভোগ গ্রামের আপতু মোড়লের সন্তান।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শিশুটির লাশ মিটফোর্ড হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজন আসলে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মাছ ভেবে ..ছোট ভাইকে !"

Leave a comment

Your email address will not be published.


*