নিউজ ডেস্ক॥ নড়াইল-২ আসনের সাংসদ ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিভিন্ন নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে এ মছিল-সমাবেশ হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবদুল হাই, যুবলীগ নেতা শেখ সদরউদ্দিন শামীম, আশরাফুল আলম ও মোস্তফা কামাল নিয়ন, প্রমুখ।
বক্তারা বলেন, মাশরাফী বিন মোর্ত্তজা যখন নড়াইলের উন্নয়নে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন তখন এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যকারীদেরকে আইনের আওতায় এনে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Be the first to comment on "মাশরাফিকে কটুক্তির প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল"