শিরোনাম

মাশরাফির প্রতিদ্বন্দ্বি ড.ফরহাদ

মাশরাফির প্রতিদ্বন্দ্বি ড.ফরহাদ

নিউজ ডেস্ক॥ নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিদ্বন্দ্বি ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি এ আসন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করবেন।
সোমবার ২৬ নভেম্বর বিকাল ৩টায় ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
ড.ফরহাদ ২০০৮ সালের নির্বাচনে এনপিপির দলীয় ‘আম’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এরপর ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিকদল হিসেবে আন্দলন সংগ্রামে যুক্ত ছিলেন।
নড়াইল-২ আসনটি নড়াইল সদরের ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন, এবং লোহাগড়ায় ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫১১জন। পুরুষ ভোটার ১,৫৬৮৮৭ ও মহিলা ভোটার রয়েছে ১,৬০৬২৪ জন।
জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের এ আসনটিতে আওয়ামী লীগ বরাবরই ভালো ফল করেছে। ৭৩, ৯১, ৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করে। এর মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এ আসনটিতে নির্বাচন করে জয়লাভ করেন। তবে ১৪ সালে আলীগের নৌকা নিয়ে জয়লাভ করে ওয়ার্কাস পার্টির নেতা বর্তমান সংসদ শেখ হাফিজুর রহমান। আসনটিতে ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মাশরাফির প্রতিদ্বন্দ্বি ড.ফরহাদ"

Leave a comment

Your email address will not be published.


*