নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে খবির উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুল হামিদ মালিথা (৩০), ছালাম শেখ (২২), জামিল মণ্ডল (৩০)। এ সময় আদালতে তিনজনই হাজির ছিলেন।
মামলার বরাত দিয়ে কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি রাতে দৌলতপুরের গোয়ালগ্রাম মাঠে মোটর পাহারা দিচ্ছিল মুক্তিযোদ্ধা খবির উদ্দিন। ওই রাতে তাকে মাফলার দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনার একদিন পর নিহত মুক্তিযোদ্ধার স্ত্রী উরজিনা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। এদের মধ্যে আসামি ছালাম শেখ ও জামিল মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘদিনের বিচার কাজ শেষে বুধবার বিচারক তিন আসামিকেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Be the first to comment on "মুক্তিযোদ্ধা হত্যায় কুষ্টিয়ায় তিনজনের ফাঁসি"