নিউজ ডেস্ক : এবার এক মঞ্চে পাওয়া যাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ ও চিত্রনায়িকা পপিকে।মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী কনসার্টে গাইবেন মমতাজ এবং নাচবেন পপি। মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে আজ বুধবার এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় কন্ঠশিল্পী নকুল কুমার কুমার বিশ্বাস, প্রতীক হাসান, রন্টি দাস। এছাড়া থাকছে চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক জায়েদ খান, ডি এ তায়েব, মিমো এবং সারিকার পরিবেশনা।পলাশ মাহবুবের প্রযোজনায় মাদকবিরোধী কনসার্ট সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে বুধবার রাত ৮টায়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে গাইবেন মমতাজ, নাচবেন পপি"