শিরোনাম

মুফতি হান্নানকে রিভিউ খারিজের রায় শোনানো হবে আজ

নিউজ ডেস্ক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজের রায়ের অনুলিপি কাশিমপুর কারাগারে পৌঁছেছে। মঙ্গলবার রাতে ওই অনুলিপি কারাগারে পৌঁছলেও এখনও পর্যন্ত তা মুফতি হান্নানকে পড়ে শোনানো হয়নি। আজ বুধবার সকালে রিভিউ খারিজের ওই রায় তাকে পড়ে শোনানো হবে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মিজানুর রহমান। জেল সুপার বলেন, মঙ্গলবার রাতে মুফতি হান্নানসহ তিন জনের ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজের রায়ের অনুলিপি পেয়েছি। কাল বুধবার সকালে তাকে এটা পড়ে শোনানো হবে। মিজানুর রহমান বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী মুফতি হান্নান ২০১৩ সাল থেকে কাশিমপুরের হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে। তবে হাজিরা দেওয়ার জন্য এ কারাগার থেকে দেশের বিভিন্ন আদালতে নেওয়া হয় তাকে। ষ্পর্শকাতর মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। বেতার, টেলিভিশনসহ সব ধরনের গণমাধ্যম থেকেও দূরে রাখা হয়েছে তাকে।

এর আগে রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে যেকোনও সময় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। এর আগে আসামিরা চাইলে নিজেদের দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে আর কোনও বাধা থাকবে না।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হলে ওই ঘটনায় তিন জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত বছরের ২৮ এপ্রিল প্রকাশিত হয়। ১৪ জুন রায় হাতে পাওয়ার পর ১৪ জুলাই আপিল করেন দুই আসামি হান্নান ও বিপুল। অপর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রিপন আপিল না করলেও আপিল বিভাগ তার জন্য আইনজীবী নিয়োগ করেন।

আপিলের শুনানি শেষে গত বছরের ৭ ডিসেম্বর আসামিদের আপিল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি এ রায় প্রকাশের পর আসামিরা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। এবার এ রায়ও খারিজ করে দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এবং তৃতীয় আসামি দেলোয়ার হোসেন রিপন সিলেট জেলা কারাগারে রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মুফতি হান্নানকে রিভিউ খারিজের রায় শোনানো হবে আজ"

Leave a comment

Your email address will not be published.


*