নিউজ ডেস্ক : পাকিস্তানে মুসলিমদের যেমন অধিকার, ঠিক হিন্দুদেরও তেমনই অধিকার। হোলির শুভেচ্ছা জানাতে গিয়ে হিন্দুদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ কথা বলেছেন।
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানালেন, হিন্দুদের ধর্মীয় এবং রাজনৈতিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। শুধু ধর্মের ভিত্তিতে যেনো কেও বঞ্চিত না হন, সেদিকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। চাকরি কিংবা অন্যান্য ক্ষেত্রেও একজন হিন্দু বঞ্চিত হবে না।
তিনি আরও বলেন, আগের পাকিস্তান আর এখনকার পাকিস্তানের অনেক তফাৎ রয়েছে, আস্তে আস্তে সমাজটা বদলাচ্ছে। মানুষের জীবনে শান্তি ফিরে আসছে। এই শান্তির আবহকে আমাদের আরও প্রসারিত করতে হবে। সলককে মিলেমিশে থাকতে হবে। মনে রাখতে হবে, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একজন মুসলিমের সঙ্গে একজন হিন্দুরও অবদান আছে। সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
Be the first to comment on "মুসলিম-হিন্দু সমান অধিকারের কথা বললেন পাক প্রধানমন্ত্রী"