শিরোনাম

মুসা বিন শমসেরের মানবতাবিরোধী অপরাধের তথ্য জানানোর আহ্বান

নিউজ ডেস্ক : কারও কাছে বিশিষ্ট ব্যবসায়ী মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা) বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য থাকলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে জানানোর আহ্বান জানিয়েছেন সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক। বুধবার বেলা ১১টার দিকে ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সানাউল হক বলেন, ‘মুসা বিন শমসেরের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা আছে কিনা সে অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ রেজিস্ট্রারে তোলা হয়নি। কারও কাছে কোনো তথ্য থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ‘

সংবাদ সম্মেলনে ময়মনসিংহের ৯ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানান সানাউল হক। তিনি বলেন, ‘এই ৯ জনের বিরুদ্ধে ১০১ জনকে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আসামিদের মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। বাকি তিনজন পলাতক আছেন। তারা রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। মামলায় সাক্ষী করা হয়েছে ৫২ জনকে। ‘

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের আব্দুস সালাম, সুরুজ আলী ফকির, জয়েন উদ্দিন ফারুকী, আব্দুর রহিম, জালাল উদ্দিন এবং রোস্তম আলী।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মুসা বিন শমসেরের মানবতাবিরোধী অপরাধের তথ্য জানানোর আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*