শিরোনাম

মেসির কাছ থেকে শিখছেন নেইমার

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে সোনা জেতা জিততে মরিয়া ব্রাজিল। আর কোচ রজারিও মিকালে থেকে শুরু করে পুরো ব্রাজিলবাসী তাকিয়ে আছে দলের অধিনায়ক নেইমারের দিকে। কোচের এমন ভরসায় কোনো সমস্যা দেখছেন না দেশটির অধিনায়ক।

অলিম্পিকে স্বাগতিক হিসেবে ব্রাজিলের উপর চাপটাই বেশি। কিন্তু দলের উপর কোন চাপ আছে বলে মানতে নারাজ ব্রাজিলের অধিনায়ক নেইমার। তিনি বলেন, `চাপ ফুটবলেরই অংশ। চাপ থাকবেই। চাপ নিয়েই খেলতে হয় সবসময়। আর এই চাপ সামলানোর টোটকাটা মেসির কাছ থেকেই নিতে চান নেইমার।`

মেসি উদাহরণ টেনে এনে তিনি আরও বলেন, `বার্সাতে মেসির উপর অনেক চাপ থাকে। তারপরও সকল চাপ সামলে ওঠেন মেসি। কেউ কি অস্বীকার করবে যে আমরা সেখানে মেসির জন্য খেলি না? অবশ্যই আমরা সবাই মেসির জন্য খেলি। আমরা বার্সেলোনাতে মেসির উপর নির্ভরশীল।`

রিও অলিম্পিকে দলের পারফরমেন্স নিয়েও কথা বলেন নেইমার, ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। কোন কিছুতেই আমি ভয় করি না। ভয় জয়ের আসল ইচ্ছাটাই নষ্ট করে দেয়। তাই ভয়হীনভাবেই আমরা মাঠে খেলবো।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মেসির কাছ থেকে শিখছেন নেইমার"

Leave a comment

Your email address will not be published.


*