শিরোনাম

মোটরসাইকেলে আসা তিন ব্যক্তিকে খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যায় তিন মোটরসাইকেল আরোহী অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড় সংলগ্ন এলাকা ও আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে উঠে এসেছে খুনের চিত্র। সিএমপির উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, ‘পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা গেছে, মোটরসাইকেল আরোহী তিনজন মাহমুদাকে রাস্তায় ফেলে দিয়ে ছয় সাতবার ছুরিকাঘাত করে। এরপর তার মাথার বাম পাশে একটি গুলি করা হয়। এরপর শরীরে আরো একটি গুলি করা হলেও সেটি মিস ফায়ার হয়েছে। গুলি করেই দুর্বৃত্তরা ওআর নিজাম রোড় ধরে মেহেদীবাগের দিকে চলে যায়। তিনি আরো জানান, তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে চালকের মাথায় হেলমেট ছিল। অপর দুইজনের মুখ ছিল খোলা। নগরীর গোলপাহাড় এলাকায় একটি ভবনের সিসিটিভিতেও দেখা গেছে মোটরসাইকেলের ওই তিন আরোহীকে। এছাড়া পাশের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায়ও ধরা পড়ে তাদের ছবি। হামলাকারীদের তিন ব্যক্তিকে ধরতে জোর অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। পুলিশের ধারণা, জঙ্গিদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখায় বাবুল আক্তারকে ঘায়েল করতে এ ধরনের হামলা চালিয়েছে তারা। রোববার সকালে চট্টগ্রাম নগরীর রোববার সকাল পৌনে সাতটার দিকে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড় ছেলেকে স্কুল দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

basic-bank

Be the first to comment on "মোটরসাইকেলে আসা তিন ব্যক্তিকে খুঁজছে পুলিশ"

Leave a comment

Your email address will not be published.


*