নিউজ ডেস্ক : জঙ্গি আস্তানা শনাক্ত করে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রাম এবং মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান আজ বুধবার বেলা ৩টার দিকে ১৪৪ ধারা জারির এ নির্দেশ দেন। এদিকে, দুটি জঙ্গি আস্তানার চারপাশ ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে সিলেট থেকে ডিজিএফআই এর সিলেট প্রধান মৌলভীবাজার এসে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। এ বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে একটি সূত্র জানিয়েছে।
Be the first to comment on "মৌলভীবাজার সদরে ১৪৪ ধারা জারি"