নিউজ ডেস্ক : মিরপুরে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে ওয়ানডেসুলভ ব্যাট করে ৪০ রান। অনুমিতভাবে মন্থর উইকেট এমন ব্যাটিং ম্যাচ সেরার দাবি রাখে। কিন্তু ব্যাটিংয়ে সকলের দৃষ্টিটা তামিম নিজের দিকে রাখলেও বোলিংয়ে রেকর্ড গড়ে সব এলোমেলো করে দিয়েছেন ১৯ বছর বসয়ী স্পিনার মেহেদি হাসান মিরাজ। ফলে ম্যাচ সেরা পুরস্কার মিরাজের হাতে তুলে দিতে নির্বাচকরাও বাধ্য হয়েছেন। একই সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন খুলনার এই স্পিনার।
ইংল্যান্ডের বিপক্ষেই চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নেওয়ার পর মিরপুরে দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নিয়েছেন মিরাজ। এর মধ্যে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে কেবল কুকের উইকেটটি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। আর মিরপুরে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট তুলে ইংলিশদের পরাজয় নিশ্চিত করেন এই তরুণ তুর্কি।
Be the first to comment on "ম্যাচ ও সিরিজ সেরা মিরাজ"