নিউজ ডেস্ক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাম্বুলেন্স থেকে চার বোতল বিদেশি মদসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও আটক করা হয়।
চৌগাছা থানার এসআই জামাল হোসেন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যবিপ্রবি’র অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। আটকরা হচ্ছেন অ্যাম্বুলেন্সের চালক মির্জারুল কবীর, যবিপ্রবি’র ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামরুজ্জামান গনি ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বাগতম বিশ্বাস। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের শহিত মশিউর রহমান হলের বাসিন্দা।
চৌগাছা থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Be the first to comment on "যবিপ্রবি’র অ্যাম্বুলেন্স থেকে বিদেশি মদসহ দুই শিক্ষার্থী আটক"