নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় ক্রমশ বেড়ে চলেছে যৌন নির্যাতনের ঘটনা। শিশু থেকে কিশোরী, যুবতী থেকে মহিলা, যৌন হেনস্থার হাত থেকে রেহাই নেই কারোর। দিন কয়েক আগেই ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ ও হত্যার মত ঘটনা ঘটেছে। আর তারপরই দেশে যৌন নির্যাতনের ঘটনা কমাতে করা হল আইন সংস্কার। আইন পাস করে বলা হয়, “যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করে দেওয়া হবে।” এই মোক্ষম দাওয়াইের কথা ঘোষণা করেছে ইন্দোনেশিয়া সরকার। প্রেসিডেন্টের আশা, এর ফলে দেশে কমবে যৌন নির্যাতনের ঘটনা।
Be the first to comment on "যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করে দেওয়া হবে!"