নিউজ ডেস্ক: রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ মে) দিবাগত রাত থেকে সোমবার (২৩ মে) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
তিনি জানান, সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Be the first to comment on "রংপুরে নাশকতার মামলায় ৪৫ আসামি গ্রেফতার"