নিউজ ডেস্ক : সিরিয়ায় রাক্কার কাছে আইএসের দুর্গ বলে পরিচিত একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত বিদ্রোহী যোদ্ধারা।
স্ব-ঘোষিত রাজধানী থেকে জিহাদিদের উৎখাতে সফলতা লাভের জন্য এ ঘটনাকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার বিদ্রোহীরা খুব সহজেই আইএসকে হটিয়ে বিমানঘাঁটিটির দখল নিতে সক্ষম হয়।
সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর এক মুখপাত্র তালাল সেলু জানিয়েছেন, এর আগে তারা জঙ্গিদের নিয়ন্ত্রণ থেকে দেশটির তাবকা বিমানঘাঁটিও দখল করে নেয়। তাছাড়া কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতেও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
তবে বেসামরিক মানবাধিকার সংগঠনগুলো এখনও এই এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়াতে জোটের বিমান হামলায় গত সপ্তাহে অন্তত ৮৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
সূত্র: বিবিসি
Be the first to comment on "রাক্কা বিমানঘাঁটি পুনরুদ্ধার সিরিয়ার বিদ্রোহীদের"