নিউজ ডেস্ক : রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তাদের আটক করা হয় বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।
আটককৃতরা হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের প্রশাসনিক সহকারী কালো বরুণ চাকমা প্রকাশ কালাইয়া (৩৮), সংগঠনের কালেক্টর রোনেল চাকমা প্রকাশ তব্ল (৩২) এবং সহকারী কালেক্টর জিকন তঞ্চ্যাঙ্গ্যা (২৮)।
এ সময় তাদের কাছ থেকে কার্তুজ, নগদ দুই লাখ ৫৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ওয়ান ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ, পকেট নোট বুক, ব্যক্তিগত ডায়েরি, চাঁদার হিসাব খাতা, চাঁদা আদায়ের রশিদ, বন বিভাগের সিল মোহর, ওয়ান ব্যাংকের চেক বই, জেএসএস সশস্ত্র গ্রুপের তালিকা, সুজন চাকমা নামের একটি ন্যাশনাল আইডি কার্ড, সশস্ত্র সংগ্রামের বই এবং একটি মোবাইল সিম উদ্ধার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার এসআই মোকাদ্দেস জানান, চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Be the first to comment on "রাঙামাটিতে যৌথ অভিযানে তিন সন্ত্রাসী আটক"