নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা এলাকায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জঙ্গি সদস্যকে আটক করেছেন র্যাব সদস্যরা। সোমবার দিবাগত রাতে এ চালায় র্যাব ১০।
আজ মঙ্গলবার সকালে র্যাব ১০ এর সিনিয়র এএসপি কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টার আজ দুপুর ১টার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
Be the first to comment on "রাজধানীতে রাতভর অভিযান, পাঁচ জঙ্গি আটক"