শিরোনাম

রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন : শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার এডিলেডে অনুষ্ঠেয় শিল্পবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সপ্তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ‘থ্রি আর ফোরামে’ (7th Regional 3R Forum in Asia and the Pacific) অংশ নেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে যোগ দিতেই রবিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। রবিবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ ফোরামে যোগ দিচ্ছেন। শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ তার সফরসঙ্গী হবেন। ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এডিলেড কনভেনশন সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া ও জাপান সরকার যৌথভাবে এর আয়োজন করেছে। আগামী ৬ নভেম্বর শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন : শিল্পমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*