নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ভরাডুবির ক্ষত এখনও দগদগে। এবার কংগ্রেসের সেই কাটা ঘায়েই নুনের ছিটে দিলেন মধ্যপ্রদেশের এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বিশাল দিওয়ান নামে ওই ছাত্রের দাবি, সাম্প্রতিককালে বেশ কয়েকটি নির্বাচনে কংগ্রেস বা কং সমর্থিত জোটের হয়ে প্রচার করেছিলেন রাহুল গান্ধী। তার ২৭টি কংগ্রেস বা তাদের জোটসঙ্গীরা হেরেছে। তাই কংগ্রেসের সহ সভাপতি রাহুলের চেয়ে বড় ‘হিরো’ নেতা এই মুহূর্তে দেশে আর নেই। সেই যুক্তিতেই ‘হিরো’ রাহুলের নাম তিনি লিমকা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস–এ তোলার আবেদন করেছেন। কোনো রেকর্ডকে নথিভুক্ত করতে গেলে যে পরিমাণ অর্থ গিনেস কর্তৃপক্ষকে দিতে হয়, সেটাও নাকি দিয়ে দিয়েছেন বিশাল। তাঁর আবেদন গিনেস বুকের পক্ষ থেকে গৃহিত হয়েছে বলেও দাবি করেছে সে। বিশাল বলেছেন, ‘রাহুলের কোনো যোগ্যতা নেই। তিনি যত মুখ খোলেন, তাঁর দল ততই হারে। একটু কম মুখ খুললে হয়তো কিছু জায়গায় কংগ্রেস জিতেও যেতে পারত। ’ সূত্র: আজকাল
Be the first to comment on "রাহুল গান্ধীর নাম এবার গিনেস বুকে!"