শিরোনাম

রিয়াল-বার্সাকে ছাড়িয়ে গেল সেভিয়া!

নিউজ ডেস্ক : লা লিগায় এখন সাপ লুডু খেলা চলছে পয়েন্ট টেবিলে। শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গেই লড়াইয়ে চলে এসেছে সেভিয়াও। শনিবার রিয়াল বেতিসকে ২-১ হারিয়েই সেভিয়া খেতাবের দাবি জোরালো করেছে। এই জয়ে দুই শিরোপাপ্রত্যাশী বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে হোর্হে সামপাওলির দল।

শনিবার রাতের জয়ের পর ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট পকেটে সেভিয়ার। সমসংখ্যক পয়েন্ট রিয়ালেরও। তবে তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিনেদিন জিদানের দল। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে বার্সা। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলাতিকো মাদ্রিদ।

এদিন লিগের ১৬ নম্বর জয় ছিনিয়ে এনেছে সেভিয়া। ম্যাচের ৩৬তম মিনিটে ডেনমার্কের ডিফেন্ডার রিজা ডুরমিসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ৫৬তম মিনিটে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ডিফেন্ডার গাব্রিয়েল মার্সাডো। আর ম্যাচের ৭৬তম মিনিটে স্পেনের ফরোয়ার্ড ভিসেন্তে ইবোরার গোলে জয় নিশ্চিত করে সেভিয়া।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রিয়াল-বার্সাকে ছাড়িয়ে গেল সেভিয়া!"

Leave a comment

Your email address will not be published.


*