শিরোনাম

‘রেফারিকে গালি দেওয়ায়’ ৪ ম্যাচ নিষিদ্ধ মেসি!

নিউজ ডেস্ক : বলিভিয়ার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে আর্জেন্টিনা শিবিরে এল দুঃসংবাদ! দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক লিওনেল মেসি নিষিদ্ধ হয়েছেন। সেটি আবার ৪ ম্যাচের জন্য। অর্থাৎ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ৪টি ম্যাচ তিনি খেলতে পারবেন না। যদিও আর্জেন্টিনার আর ম্যাচ আছে মাত্র ৫টি। কিছুক্ষণ আগে ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছে।

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। মেসির বিরুদ্ধে অভিযোগ, চিলির বিপক্ষে সেই ম্যাচটিতেই ব্রাজিলিয়ান সহকারী রেফারি (লাইন্সম্যান) ডিউসন সিলভার উদ্দেশ্যে কুৎসিত গালি দিয়েছিলেন তিনি! সেই ম্যাচের শেষদিকে সহকারী রেফারি মার্সেলো ভান গাসের উদ্দেশে তারকা এই ফরোয়ার্ডকে ক্ষোভ প্রকাশ ও চিৎকার করতে দেখা যায়। শেষে এই অফিসিয়ালের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান আর্জেন্টিনা অধিনায়ক।

ম্যাচের প্রতিবেদনে অবশ্য ঘটনাগুলোর উল্লেখ করেননি রেফারি। রেফারি সান্দ্রো রিচ্চি বলেন, “আমি মেসিকে কোনো আপত্তিজনক কথা বলতে শুনেনি। যদি কোনো আপত্তিজনক কথা শুনতাম তাহলে খেলার নিয়ম অনুযায়ী আমি কাজ করতাম। ”

কিন্তু সহকারী রেফারি ফন গাসে বলেছিলেন, “ম্যাচের শেষ দিকে আমার পাশেই মেসি একটি ফাউল করেছিল। হাত উপড়ে তুলে ওই ফাউলের বিরুদ্ধে তাকে অভিযোগ জানাতে দেখেছিলাম আমি। সে কিছু কথাও বলে; তবে ওই সময় আমি তা বুঝিনি। ”

খুব স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তবে আজ বলিভিয়া ম্যাচে মেসির খেলা হচ্ছে না, এটা এ রকম নিশ্চিত। আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখা মেসি তাঁর পুরো ক্যারিয়ারে আর কখনো লাল কার্ডও দেখেননি। এটাই তার ক্যারিয়ারে শৃঙ্খলাজনিত কারণে সবচেয়ে বড় শাস্তি! এছাড়া চিলির বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় ৪জন নিয়মিত খেলোয়াড় নিষেধাজ্ঞায় আছেন। চোটের কারণে ছিটকে পড়েছেন আরও দুজন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘রেফারিকে গালি দেওয়ায়’ ৪ ম্যাচ নিষিদ্ধ মেসি!"

Leave a comment

Your email address will not be published.


*