ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করা পছন্দ করেন না লিওনেল মেসি। তার মতে, তিনি একটা দিকেই খেয়াল রাখেন, আর সেটা হলো দলকে সাহায্য করা এবং প্রতিটি মৌসুমে উন্নতির ধারায় থাকা।
আগামী শনিবার ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচ সামনে রেখে এক সাক্ষাতকারে মেসি রিয়াল ফরোয়ার্ডের সঙ্গে নিজের তুলনা নিয়ে কথা বলেন। মেসি বলেন, গণমাধ্যম সবসময় এ ধরণের তুলনামূলক বিষয়গুলো খোঁজে। কিন্তু আমি রোনালদো বা কারো সঙ্গেই নিজের তুলনা করি না।
রিয়াল মাদ্রিদ সম্পর্কে তিনি বলেন, রিয়ালে কিছু দারুণ খেলোয়াড় আছে। সবসময় তাদের দলে অসাধারণ কিছু তারকা ফুটবলার থাকে এবং তারা বিশ্বের অন্যতম সেরা দল।
Be the first to comment on "রোনালদোর সঙ্গে তুলনা পছন্দ না মেসির"