শিরোনাম

র‌্যাব গোয়েন্দাপ্রধানকে দেখতে সিঙ্গাপুর হাসপাতালে তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : সিংগাপুরে চিকিৎসাধীন র‌্যাব গোয়েন্দাপ্রধান লে. কর্ণেল আবুল কালাম আজাদকে দেখতে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রী আহত এ সেনাসদস্যের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মাউন্ট এলিজাবেথের কর্তব্যরত চিকিৎসক, সেখানকার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর নাজিম উদ-দৌলা, আজাদের সাথে আসা তার সহকর্মী লে. কর্ণেল আমের ও পরিবারের সদস্য পাপ্পু উপস্থিত ছিলেন। আহত কর্মকর্তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পূর্ণ আন্তরিকতার কথা জানান তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ মার্চ নিজের চিকিৎসার সঙ্গে সিংগাপুরে যান তথ্যমন্ত্রী। চিকিৎসাশেষে মঙ্গলবার রাতে তথ্যমন্ত্রীর রাতে ঢাকা ফেরার কথা রয়েছে। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বিস্ফোরিত বোমায় গুরুতর আহত র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেট ও ঢাকায় চিকিৎসার পর উন্নততর চিকিৎসার জন্য রবিবার (২৬ মার্চ) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।

সিলেটের শিববাড়ির আতিয়া মহল নামক ভবনটি নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। বাড়ির ভিতর থেকে এক নারীসহ ৪ জঙ্গির লাশ পেয়েছে সেনাবাহিনীর সদস্যরা। তবে জঙ্গি বিরোধী অভিযান অপারশেন টোয়াইলাইট এখনও সমাপ্তি ঘোষণা করা হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে গত ২৩ মার্চ রাত থেকে পাঁচ তলা ওই ভবনটি ঘিরে রেখেছিলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকাল থেকে অপারেশন টোয়াইলাইট শুরু করে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "র‌্যাব গোয়েন্দাপ্রধানকে দেখতে সিঙ্গাপুর হাসপাতালে তথ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*