নিউজ ডেস্ক : রাজধানীর বিমানবন্দরের হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণে নিহত বোমা বহনকারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আশকোনা ৠাব ফোর্সের ব্যারাক থেকে মরদেহটি নিয়ে রওনা হয় বিমানবন্দর থানার একটি পুলিশ ভ্যান।
এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে দুপুরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহের তদন্ত করে। টিমটি তদন্ত শেষে সন্ধ্যা ৭টা ৩ মিনিটে বের হয়ে যায়।
সূত্র জানায়, মরদেহের সঙ্গে একটি ব্যাগ ও অবিস্ফোরিত সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। ভেস্টটি ৠাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ৬টা ৮ মিনিটে নিষ্ক্রিয় করে।
Be the first to comment on "র্যাব ক্যাম্পে বিস্ফোরণ : বোমা বহনকারীর মরদেহ ঢামেক নেওয়া হচ্ছে"